• sales@shadhinwifi.com
  • ০১৯৫৮৬১৫৬৭৩,০১৯৫৮৬১৫৬৭৬

কর্পোরেট ইন্টারনেট সমাধান
@স্বাধীন ওয়াই-ফাই

ভেবে দেখুনতো আপনি দিনের কত ঘন্টা আপনার প্রতিষ্ঠানের জন্য নেয়া ইন্টারনেট সংযোগটি ব্যবহার করছেন বা কাজে লাগছে।ছুটির দিনের কথা বাদই দিলাম,কর্মদিবসে ৮ ঘন্টার বেশি খুব একটা কাজে লাগে না।

আপনি কি ইন্টারনেট সংযোগের জন্য মাসিক বিল পরিশোধ করছেন না?

ঠিকই করছেন।

আপনি বলতে পারেন,আমরা তো অফিস আওয়ারে ঠিকি ব্যবহার করতে পারছি,অফিস আওয়ারের বাইরে আমরা যদি অফিসে না থাকি,না ব্যবহার করি সেটার জন্য তো কিছু করার নেই কিংবা এটাই নিয়ম।

আমরা বলছি তার উল্টো।

যদি এমন হয় আপনি যে সময় ব্যবহার করছেন না সে সময়টা হিসেব করে যখন ব্যবহার করছেন সে অনুপাতে ব্যান্ডউইথ বাড়িয়ে দেয়া হয় অর্থাৎ ৮ঘন্টার বাইরে বাকি ১৬ ঘন্টার স্পিড একসাথে করে ধরুন ৮ঘন্টার জন্য যদি স্পিডের মাত্রা ১ হয় বাকি ১৬ ঘন্টার জন্য ৮×২=১৬ অর্থাৎ আরো ২ যোগ হয়ে ১+২=৩ হয়,তাহলেই কিন্তুু আপনি ৩ গুন গতি পাচ্ছেন।

বাংলাদেশে আমরাই সর্বপ্রথম আপনাদের জন্য এই প্রিমিয়াম সার্ভিসটি দিচ্ছি।

অর্থাৎ,আপনার ইন্টারনেটের গতিকে ৩ গুন বৃদ্ধি করতে স্বাধীন ওয়াই-ফাই আছে আপনার পাশে।

প্রিমিয়াম ফিচারসমূহ

উন্নত সেবা

স্বাধীন ওয়াই-ফাই আপনাকে দিচ্ছে উন্নত সেবার নিশ্চয়তা।স্বাধীন ওয়াই-ফাই এর এক্সক্লিউসিভ অন-প্রিমিসেস সেবার পাশাপাশি পাচ্ছেন ফোন এবং ফিজিক্যাল সাপোর্ট সপ্তাহের যেকোনো দিন,যেকোনো সময়।

অন-প্রিমিসেস সেবা

বাংলাদেশে আমরাই প্রথম ইন্ট্রুডিউস করছি অন-প্রিমিসেস সেবা।যার মাধ্যমে আপনার প্রতিষ্ঠানে আমাদের একজন দক্ষ সাপোর্ট ইন্জিনিয়ার আপনাকে ইন্টারনেট সেবা দেয়ার জন্য প্রস্তুুত থাকবে।

প্রো-এক্টিভ সাপোর্ট

২৪x৭ আপনাকে যেকোনো সমস্যা সম্পর্কে ফোনের মাধ্যমে বা সরাসরি অবহিত করা হবে এবং একই সাথে স্বল্প সময়ের মধ্যে আমাদের দক্ষ টীম দিবে তার পরিপূর্ণ সমাধান।

ফিজিক্যাল সাপোর্ট

আপনার প্রতিষ্ঠান যেরকমই হোক না কেনো,প্রতিষ্ঠানের প্রয়োজনের উপর ভিত্তি করে আমরা আপনাকে সমাধান দিবো।যেখানে ফিজিক্যাল সাপোর্টের মাধ্যমে আপনাকে প্রয়োজনীয় সমাধান দেয়া হবে।

নিরবিচ্ছিন্ন সংযোগ

আমরা আপনাকে দিচ্ছি নিরবিচ্ছিন্ন সংযোগের নিশ্চয়তা।

NTTN

স্বাধীন ওয়াই-ফাই একমাত্র আইএসপি যার নক NTTN এর সাথে আন্ডারগ্রাউন্ড ৪৮ কোর ফাইবার দিয়ে সংযুক্ত। এবং ব্যাকআপ এর জন্য আরো একটি NTTN এর সাথে আন্ডারগ্রাউন্ড ২৪ কোর ফাইবার দিয়ে সংযুক্ত। টার্সিয়ারি ব্যাকআপ এর জন্য আরে একটি NTTN এর সাথে আন্ডারগ্রাউন্ড ফাইবার দিয়ে সংযুক্ত অর্থাৎ ৩টি NTTN এর সাথে আমাদের ডাটা সেন্টার সংযুক্ত। আমরা আপনাকে আন্ডারগ্রাউন্ড ফাইবার দিয়ে সংযুক্ত করবো যার ফলে আপনি পাবেন নিরবিচ্ছিন্ন সংযোগের নিশ্চয়তা।

IIG

বাংলাদেশের সেরা ৪টি IIG এর সাথে আমরা যুক্ত থাকায়,আপনি সব সময়ই পাবেন সর্বোচ্চ সেবার নিশ্চয়তা। আমরা সার্ভিস দেয়ার জন্য একটি IIG, তার সাথে লোড ব্যালান্স করার জন্য আরো একটি IIG এবং ব্যাকআপ দেওয়ার জন্য আলাদা একটি IIG। বিশেষ প্যাকেজের সার্ভিস দেওয়ার জন্য আরো একটি IIG অর্থাৎ মোট ৪টি IIG সাথে সংযুক্ত।

দূর্দান্ত গতি

ইন্টারনেটের প্রান হচ্ছে গতি।পর্যাপ্ত গতি যদি না পাওয়া যায় সেটিকে কখনোই মান-সম্মত ইন্টারনেট হিসেবে আখ্যা দেয়া যাবে না।এমনকি এটি কখনোই আপনার প্রয়োজন মেটাতে পারবে না।স্বাধীন ওয়াই-ফাই আপনাকে শুধুমাত্র মানসম্মত গতি নিশ্চিত করছে তাই নয় বরং আপনার ইন্টারনেট গতিকে ৩ গুন বাড়িয়ে আপনাকে সর্বোচ্চ সেবার নিশ্চয়তা দিচ্ছে।

স্বাধীন ওয়াই-ফাই ডাটা সেন্টারের সুবিধা

আমাদের গ্রাহকরা তাদের FTP Server, Mail Server, Log Server, Hosting Server, Media Server, OTT Server, IPPBX, File Server ইত্যাদি রাখার জন্য আমাদের ক্লাউড থেকে তারা মাসিক অথবা বাৎসরিক ভাড়ার বিনিময়ে রিসোর্স নিতে পারবেন।

সংযোগ পেতে