sales@shadhinwifi.com

কর্পোরেট ইন্টারনেট সমাধান
@স্বাধীন ওয়াই-ফাই

ভেবে দেখুনতো আপনি দিনের কত ঘন্টা আপনার প্রতিষ্ঠানের জন্য নেয়া ইন্টারনেট সংযোগটি ব্যবহার করছেন বা কাজে লাগছে।ছুটির দিনের কথা বাদই দিলাম,কর্মদিবসে ৮ ঘন্টার বেশি খুব একটা কাজে লাগে না।

আপনি কি ইন্টারনেট সংযোগের জন্য মাসিক বিল পরিশোধ করছেন না?

ঠিকই করছেন।

আপনি বলতে পারেন,আমরা তো অফিস আওয়ারে ঠিকি ব্যবহার করতে পারছি,অফিস আওয়ারের বাইরে আমরা যদি অফিসে না থাকি,না ব্যবহার করি সেটার জন্য তো কিছু করার নেই কিংবা এটাই নিয়ম।

আমরা বলছি তার উল্টো।

যদি এমন হয় আপনি যে সময় ব্যবহার করছেন না সে সময়টা হিসেব করে যখন ব্যবহার করছেন সে অনুপাতে ব্যান্ডউইথ বাড়িয়ে দেয়া হয় অর্থাৎ ৮ঘন্টার বাইরে বাকি ১৬ ঘন্টার স্পিড একসাথে করে ধরুন ৮ঘন্টার জন্য যদি স্পিডের মাত্রা ১ হয় বাকি ১৬ ঘন্টার জন্য ৮×২=১৬ অর্থাৎ আরো ২ যোগ হয়ে ১+২=৩ হয়,তাহলেই কিন্তুু আপনি ৩ গুন গতি পাচ্ছেন।

বাংলাদেশে আমরাই সর্বপ্রথম আপনাদের জন্য এই প্রিমিয়াম সার্ভিসটি দিচ্ছি।

অর্থাৎ,আপনার ইন্টারনেটের গতিকে ৩ গুন বৃদ্ধি করতে স্বাধীন ওয়াই-ফাই আছে আপনার পাশে।

প্রিমিয়াম ফিচারসমূহ

উন্নত সেবা

স্বাধীন ওয়াই-ফাই আপনাকে দিচ্ছে উন্নত সেবার নিশ্চয়তা।স্বাধীন ওয়াই-ফাই এর এক্সক্লিউসিভ অন-প্রিমিসেস সেবার পাশাপাশি পাচ্ছেন ফোন এবং ফিজিক্যাল সাপোর্ট সপ্তাহের যেকোনো দিন,যেকোনো সময়।

নিরবিচ্ছিন্ন সংযোগ

আমরা আপনাকে দিচ্ছি নিরবিচ্ছিন্ন সংযোগের নিশ্চয়তা।

দূর্দান্ত গতি

ইন্টারনেটের প্রান হচ্ছে গতি।পর্যাপ্ত গতি যদি না পাওয়া যায় সেটিকে কখনোই মান-সম্মত ইন্টারনেট হিসেবে আখ্যা দেয়া যাবে না।এমনকি এটি কখনোই আপনার প্রয়োজন মেটাতে পারবে না।স্বাধীন ওয়াই-ফাই আপনাকে শুধুমাত্র মানসম্মত গতি নিশ্চিত করছে তাই নয় বরং আপনার ইন্টারনেট গতিকে ৩ গুন বাড়িয়ে আপনাকে সর্বোচ্চ সেবার নিশ্চয়তা দিচ্ছে।

স্বাধীন ওয়াই-ফাই ডাটা সেন্টারের সুবিধা

আমাদের গ্রাহকরা তাদের FTP Server, Mail Server, Log Server, Hosting Server, Media Server, OTT Server, IPPBX, File Server ইত্যাদি রাখার জন্য আমাদের ক্লাউড থেকে তারা মাসিক অথবা বাৎসরিক ভাড়ার বিনিময়ে রিসোর্স নিতে পারবেন।

বিস্তারিত জানতে