• ০১৯৫৮৬১৫৬৭৩,০১৯৫৮৬১৫৬৭৬

ইন্টারনেট ব্যবসায়ীদের জন্য
স্বাধীন ওয়াই-ফাই সফটওয়্যার

কেন?

ইন্টারনেট সংযোগ নেয়ার পর কমন যে চিত্র সেটি হচ্ছে রাউটারের জন্য একটি আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেয়া,যাতে করে এই রাউটার অন্য কেউ ব্যবহার করতে না পারে।স্বাধীন ওয়াই-ফাই বলছে তার উল্টো।

রাউটার কেনার সাথে সাথে, আমাদের সংযোগ নেয়ার সাথে সাথে আপনার পাসওয়ার্ডটি ওপেন রাখবেন।এতে করে যা হচ্ছে আগে আমাদের প্রত্যেকটা বাড়ীতে প্রত্যেকটা ঘরে যখন কেউ সংযোগ নিতো তাকে একটা রাউটার কিনতে হতো।একটা পাড়ার মধ্যে অথবা একটা বাড়ীর মধ্যে যদি চারটা পরিবার থাকে তাহলে চারটা পরিবারকে আলাদা আলাদা রাউটার কিনতে হতো।কিন্তুু স্বাধীন ওয়াই-ফাই এর মাধ্যমে তার যা করতে হচ্ছে তা হলো একটা রাউটার কেনার পরে সে হয়তো ব্যবহার করছে, এই সিগসালটা যতদূর পর্যন্ত যাচ্ছে অর্থাৎ,আরো চারটা ঘরের মধ্যে যদি যায় তারাও কিন্তুু রাউটার না কিনেই এই সিগনালটি ব্যবহার করতে পারছে।

এই ভাবে আসলে একটা পাড়া দুইটা পাড়া এই ভাবে আসলে প্রতিটা ঘরকে স্বাধীন ওয়াই-ফাই নেটওয়ার্কের আওতায় নিয়ে আসতেছে।ঠিক একই ভাবে বাজার,গ্রাম এবং ইউনিয়ন কভারেজের ওয়াই-ফাই নেটওয়ার্কের আওতায় চলে আসতেছে বিধায়, স্মার্টফোন ব্যবহারকারীরা ঘরে,ঘরের বাইরে,বাজার, এক গ্রাম থেকে আরেক গ্রামে গেলেও ওয়াই-ফাই নেটওয়ার্কের আওতায় থেকেই সহজেই ইন্টারনেট ব্যবহার করতে পারছে।

এই প্রযুক্তির মাধ্যমে,দিন দিন স্মার্টফোনে ইন্টারনেটে ব্যবহারের সংখ্যা বৃদ্ধি পাওয়া এবং 4G/5G এর কারনে হারাতে বসা এই ইউজারদের আপনি সহজেই পেতে পারেন।যা আপনার ISP ব্যবসায়ে অতিরিক্ত মুনাফা যোগ করবে।একই সাথে আমাদের সফটওয়্যারের মাধ্যমে ইউজারদের রিয়েল টাইম ডাটা পাবেন এবং ইউজার ও নেটওয়ার্ক মনিটরিং-সহ আরো অনেক সুবিধা পাবেন।

স্বাধীন ওয়াই-ফাই এর সমাধান

স্বাধীন ওয়াই-ফাই এপস

স্বাধীন ওয়াই-ফাই এপস আপনার ইউজারদের নতুন অভিজ্ঞতা দেয়ার পাশাপাশি আপনি সহজেই পুরো বিজনিসটিকে হাতের মুঠোয় রাখতে পারবেন।পাশাপাশি সবচেয়ে বড় যে সুবিধাটি পাবেন সেটি হচ্ছে আপনি খুব সহজেই কাস্টোমারের সাথে সংযুক্ত হতে পারবেন এবং কাস্টোমার বৃদ্ধিতে চমৎকারভাবে সাহায্য করবে।

নেটওয়ার্ক মনিটরিং সিস্টেম সহযোগীতা

আপনার নেটওয়ার্কের ফাইবারের অনুর সিগনাল কি অবস্থায় আছে তা মনিটর করার জন্য স্বাধীন ওয়াই-ফাই আপনাকে NMS সফটওয়্যার সরবরাহ করবে,যার মাধ্যমে আপনি সহজেই আপনার নেটওয়ার্ক মনিটরিং এ রাখতে পারবেন।

অটোমেটেড বিল কালেকশন সিস্টেম

ফিজিকাল বা ম্যানুয়াল পদ্ধতিতে বিল সংগ্রহ করার জন্য যেমন প্রয়োজন পর্যাপ্ত লোকবলের আবার এভাবে বিল কালেকশন করতে গিয়ে অর্থ সংগ্রহ করা এবং তার যথাযথ হিসাব রাখা যথেষ্ট কঠিন একটা কাজ।স্বাধীন ওয়াই-ফাই এপসের মাধ্যমে মোবাইল ব্যাংকিং বা কার্ডের মাধ্যমে পেমেন্ট করার ব্যবস্থা রয়েছে,আপনি সহজেই নির্দিষ্ট সময়ের মধ্যে বিল কালেক্ট করতে পারবেন।এতে আপনার কষ্ট কমবে,খরচ কমবে এবং আপনি এই সময়টুকু অন্য কাজে ব্যয় করতে পারবেন।

সহজ মনিটরিং সিস্টেম

স্বাধীর ওয়াই-ফাই সফটওয়্যারের মাধ্যমে আপনি খুব সহজেই ইউজারদের মনিটর করতে পারবেন।

মোবাইল ইন্টারনেট

দিন দিন মোবাইলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের প্রবনতা ব্যাপকহারে বৃদ্ধি পাচ্ছে।টেলকো কোম্পানীগুলোও ধীরে ধীরে আনলিমিটেড প্যাকেজ অফার করতে শুরু করেছে। 4G/5G এর কারনে ISP ব্যবসা হুমকির মুখে পড়তে পারে। স্বাধীন ওয়াই-ফাই আপনাকে এই সমস্যার চমৎকার সমাধান দিচ্ছে।

নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের দ্বারা কারিগরি সহায়তা

ব্যান্ডউইথ ব্যবস্থাপনা করার জন্য কারিগরি সমাধানসহ অন্যান্য কারিগরি বা টেকনিক্যাল যাবতীয় সমস্যার সমাধান দক্ষ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার কর্তৃক প্রদান করা হবে। ফলে আপনি আপনার গ্রাহকদের আরো উন্নত সেবা নিশ্চিত করতে পারবেন।

কল সেন্টার সহযোগীতা

আপনার গ্রাহকগন যেকোনো সমস্যায় পাবে ২৪/৭ কলসেন্টার সেবা।যা আপনার সেবায় যোগ করবে নতুন মাত্রা।

ব্র্যান্ডিং এবং মার্কেটিং সহযোগীতা

সেবা বা প্যাকেজ সম্পর্কে ইউজারদেরকে অবগত করার জন্য বিভিন্ন ধরনের প্রচার প্রচারনার অংশ হিসেবে ব্র্যান্ডিং এবং মার্কেটিং বিভিন্ন ম্যাটেরিয়ালস আপনাকে সরবরাহ করা হবে, এছাড়াও ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আপনার ব্যবসা সম্পর্কে আপনার টার্গেটেড ক্লায়েন্টদের অবহিত করা হবে।

দক্ষ এবং প্রশিক্ষিত সাপোর্ট টিম

আপনার এলাকায় ট্রান্সমিশন রিলেটেড সমস্যা সমাধান করার লক্ষ্যে দক্ষ এবং প্রশিক্ষিত সাপোর্ট টিম প্রেরন করা হবে।উক্ত টিম সমস্যার কাঙ্খিত সমাধান দিবেন।

সফলতার গল্প

সফলতার গল্প

নাটোর জেলার সদরে জনাব মোঃ রেজাউল করিম সুমন স্বাধীন ওয়াই-ফাই সেবার মাধ্যমে মোবাইল ব্যবহারকারীদের মাঝে ইন্টারনেট সেবা পৌঁছে দিচ্ছেন এবং স্বাধীন ওয়াই-ফাই সফটওয়্যার সেবার সমস্ত সুবিধা ভোগ করে তিনি আজ সফল ইন্টারনেট ব্যবসায়ী। এরকম আরো অনেক উদাহরন রয়েছে।

বিস্তারিত জানতে নিবন্ধন করুন