স্মার্টহোম বলতে আমরা বুঝি এমন একটা বাড়ি যেখানে একটি স্মার্ট টিভি থাকে,বাসায় ১টি ডেস্কটপ, কমপক্ষে ১টি ল্যাপটপ এবং ৫ জন সদস্যের ঐ পরিবারে ৪টি অথবা ৫টি স্মার্ট ফোন থাকে। বর্তমানে অনেক বাড়িতেই আইওটি ডিভাইস ব্যবহার করা হয়ে থাকে যেমন-স্মার্ট ফ্রিজ, স্মার্ট এসি, স্মার্ট ক্যামেরা, স্মার্ট লাইট ইত্যাদি। এছাড়াও অনেক বাড়িতেই সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্মার্ট সিসি ক্যামেরা স্থাপন করে থাকে। এই সমস্ত কিছু পরিচালনা করার একমাত্র উপাদান হচ্ছে দ্রুতগতির ইন্টারনেট। এই সবগুলো ডিভাইসই যেহেতু ইন্টারেনেটের উপর নির্ভরশীল, সেহেতু দ্রুতগতির ব্রডব্যান্ড লাইন এবং এমন একটি প্যাকেজ সেখানে দরকার যেনো সবগুলো ডিভাইসই স্বাছন্দে চলতে পারে। বলা যায় এই সবগুলো বিষয় মাথায় রেখেই স্মার্ট হোম প্যাকেজটি সাজানো হয়েছে।
এই প্যাকেজ দিয়ে ১টি ডেস্কটপ, ১টি ল্যাপটপ, ৫টা স্মার্টফোন, স্মার্ট টিভি, সিসি ক্যামেরাসহ অন্যান্য স্মার্ট গেজেট এবং ডিভাইস ব্যবহার করা সম্ভব, পাশাপাশি চাইলে অন্য কোনো ডিভাইসও ব্যবহার করতে পারবে, সাথে পাবেন উন্নত সেবা, নিরবিচ্ছিন্ন সংযোগ এবং দূর্দান্ত গতির নিশ্চয়তা।
স্বাধীন নির্দিষ্ট স্পিডে সীমাবদ্ধ না করে বরং সার্ভিসের দিকে বেশি নজর দেয় এবং তা নিশ্চিত করতে বদ্ধ পরিকর, যেমনঃ আপনি যে ডিভাইসে, যে এপ্লিকেশনটি ব্যবহার করতে চান, তা চালানোর জন্য যতটুকু ব্যান্ডউইথ প্রয়োজন স্বাধীন তা নিশ্চিত করবে।